বেআইনি নিয়োগের জেরে গত শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা হাইকোর্ট। সঙ্গে চার বছরের চাকরিজীবনে তাঁর তোলা সব বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার সেই নির্দেশ পৌঁছল মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে। আদালতের নির্দেশ যে তাঁর হাতে পৌঁছেছে তা স্বীকার করেছেন রঞ্জনা রায় বসুনিয়া।
গত শুক্রবার অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অঙ্কিতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার নামে এক চাকরিপ্রার্থী। তাঁর দাবি ছিল, নম্বর কম হলেও কোনও এক মন্ত্রবলে ওয়েটিং লিস্টে সবার ওপরে চলে আসে অঙ্কিতার নাম। এর পর দেখা যায়, কোনও ইন্টারভিউ না দিয়েই চাকরি পেয়েছেন অঙ্কিতা। এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তের শুরুতে তিন বার সিবিআই দফতরে হাজিরাও দিয়ে ফেলেছেন অঙ্কিতার বাবা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী।
এদিন জেলা বিদ্যালয় পরিদর্শক সমরচন্দ্র মণ্ডল বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অঙ্কিতার বেতন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো স্কুলের প্রধান শিক্ষিকাকে অঙ্কিতার বেতন বন্ধ রাখার নির্দেশ পাঠানো হয়েছে।’ মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া জানিয়েছেন, ‘আমার কাছে অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধের নির্দেশ পৌঁছেছে। আইন মেনে পদক্ষেপ করব।’
Tags:
News