লাদাখের তুরতুক সেক্টরের নুবরায় ভয়াবহ দুর্ঘটনা, নদীতে পড়ে যায় সেনাবাহিনীর বাস, মৃত ৭ জওয়ান, গুরুতর আহত ১৯ জন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
জানা যায়, শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে লাদাখের (Ladakh) তুরতুক সেক্টরের শিয়ক নদীতে (Shyok river) পড়ে যায় সেনাবাহিনীর একটি বাস। JK 10 6245 নম্বর ওই বাসে ছিলেন ২৬ জন জওয়ান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জওয়ান, গুরুতর আহত ১৯ জন। সেনা সূত্রে জানা গিয়েছে, আহত ১৯ জন জওয়ানকে এয়ারলিফট করে ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, নুবরা থেকে তুরতুক যাচ্ছিল বাসটি, চালাচ্ছিলেন আহমেদ শাহ নামে চাঙ্গমারের এক জওয়ান। পাড়াথাং-এর কাছে লারগিয়াবে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৮০-৯০ ফিট নীচে বয়ে যাওয়া শিয়ক নদীর খাড়াই উপত্যকায় গিয়ে পড়ে।
লাদাখের তুরতুক সেক্টরে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৭ সেনা জওয়ান লাদাখের তুরতুক সেক্টরে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৭ সেনা জওয়ানদ্রুত উদ্ধারকাজ শুরু করেন লেহ পুলিশ, সহযোগিতা করে সেনা ও স্থানীয়রা। নুবরা পুলিশ থানায় ভারতীয় দণ্ডবিধির 10/2022 U/S 279, 337, 304A ধারায় এফআইআর দায়ের হয়েছে।
Tags:
News