উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু তীর্থযাত্রীর মৃত্যুর আশঙ্কা। রবিবার যমুনোত্রী যাওয়ার পথে দামটা এলাকায় জাতীয় সড়কের উপর থেকে বাস গড়িয়ে পড়ে খাদে। বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে উদ্ধারকাজ, ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এসডিআরএফ-এর একটি দল। সেখানে এখনও উদ্ধারকাজ চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
খবর পাওয়া গিয়েছে, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড সীমান্তবর্তী এলাকায় এই দামটা গ্রাম। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বাসে মোট ২৮-২৯ জন যাত্রী ছিলেন, এরা সকলেই ছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা। অনুমান করা হচ্ছে, এরা সকলেই প্রাণ হারিয়েছেন। যাঁদের প্রাণ বেঁচেছে, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে দু'জনের। খবর পাওয়া গিয়েছে, ইতিমধ্যে যমুনোত্রী দর্শন সেরে ফেলেছিলেন এই তীর্থযাত্রীরা। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।
Tags:
News