ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের মুকুটে এক নতুন পালক৷ সোমবার ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে মধ্যম পাল্লার ব্যালাস্টিক মিসাইল অগ্নি ৪ -র সফল পরীক্ষা করেছে৷ উৎক্ষেপণ সফল হয়েছে৷ এই মিসাইল পরীক্ষার জন্য ভারতের ডিফেন্স ক্ষেত্রে শক্তি উল্লখযোগ্যভাবে বৃদ্ধি পাবে৷
৪০০০ কিলোমিটার রেঞ্জের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়৷ অগ্নি ৪ অগ্নি সিরিজের চতুর্থ মিসাইল৷ যা আগে অগ্নি ২ প্রাইম নামে ছিল যা তৈরি হয়েছে DRDO-র তত্ত্বাবধানে৷
এপিজে আব্দুল কালাম দ্বীপে হল পরীক্ষা
মন্ত্রক জানিয়েছে, ‘‘মধ্যম রেঞ্জের ব্যালাস্টিক মিসাইল অগ্নি ৪ -র সফল পরীক্ষা সোমবার প্রায় সাড়ে সাতটায় এপিজে আব্দুল কালাম দ্বীপ, ওড়িশা থেকে করা হয়েছে৷ ’’
মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত পরিচালন মানের সঙ্গে সঙ্গে প্রণালীর বিশ্বস্ততাও প্রমাণিত হয়েছে৷
১৭ হাজার কিলো এই মিসাইলের ওজন
আপনাদের জ্ঞাতব্য যে অগ্নি ৪ ভবিষ্যতে ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করে তুলবে৷ এই ব্যালাস্টিক মিসাইলের মোট ওজন ১৭ হাজার কিলো৷ এই মিসাইল দৈর্ঘ্যে ২০ মিটার৷ অগ্নি ৪ নিজের সঙ্গে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম৷ আর এটা ৯০০ কিলোমিটার উচ্চতা দিয়ে উড়তে সক্ষম৷
Tags:
News