ডিস্ট্রিক্টট ম্যাজিস্ট্রেট ( D.M ) সাহেব নিজের দপ্তরে পৌঁছানোর জন্য সবেমাত্র গাড়ি থেকে নেমে সিঁড়িতে পা দিয়েছেন, দেখলেন সেই সিঁড়িতে একজন বৃদ্ধা হাতজোড় করে বসে আছেন।
D.M. সাহেব বৃদ্ধার পাশে সেই সিঁড়িতেই বসে পড়লেন। D.M. সাহেব বসে গেছেন অর্থাৎ আদালত সেখানেই বসে গেছে। আদালত সেজে উঠলো, আদালতের কাজকর্ম শুরু করে দেওয়া হলো।
অভিযোগকারী বৃদ্ধার পেনশন দুই বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। ম্যাজিসেট্রট সাহেব কাগজ চাইলেন। বৃদ্ধা এক একটি করে সমস্ত কাগজ দিলেন। আর সঙ্গে দিলেন দপ্তরের অফিসার বাবুদের কাছে করা আবেদনের নথিপত্র।
ম্যাজিসেট্রট সাহেব দেখলেন বৃদ্ধার সমস্ত কাগজপত্র ঠিকঠাক আছে। বৃদ্ধাকে আশ্বস্ত করে বললেন তিনি যেন এখানেই থাকেন, তার পেনশন আজ থেকেই শুরু করা হবে।
ম্যাজিসেট্রট সাহেব সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের শীঘ্রই উপস্থিত হওয়ার আদেশ প্রদান করলেন।
সেই সিঁড়িতে বসা আদালতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা উপস্থিত হলেন। আর বৃদ্ধার পেনশন তৎকাল প্রক্রিয়ায় শুরু করা হলো।
এর সঙ্গে সঙ্গে আদালতের কাজ শেষ কারা হলো।
D.M. সাহেবের নাম - আব্দুল অজীম, IAS
রাজ্য - তেলেঙ্গানা
জেলা - ভুপলপল্লী
স্থান - জেলাশাসকের কার্যালয়
স্যালুট ম্যাজিসেট্রট সাহেব।🙏 আপনার মতো সকল IAS যদি এমন মানসিকতা সম্পন্ন হতেন।🙂
Tags:
News