|
সোনার চেয়েও দামি এই পাথর ! কি এই বস্তুটি ! জানুন বিস্তারিত আলোচনা
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

সোনার চেয়েও দামি এই পাথর ! কি এই বস্তুটি ! জানুন বিস্তারিত আলোচনা


২০১৫ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের কাছে সোনার সন্ধানে গিয়েছিলেন ডেভিড হোল নামের এক ব্যক্তি। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর হাতে আসে একটি ‘পাথরখণ্ড’। এটির ওজন দেখে ডেভিডের সন্দেহ হয়, সেটির ভেতরে কিছু আছে। কয়েক বছর পর জানা গেল পাথরটি আসলে পৃথিবীর কোনো বস্তু নয়, এটি একটি উল্কাপিণ্ড। আর সেটির দাম সোনার চেয়েও বেশি, বলতে গেলে ‘অমূল্য’।

সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়, পাথরটি যে একটি উল্কাপিণ্ড, তা জানার আগে কম খাটাখাটুনি করতে হয়নি ডেভিড হোলকে। ভেতরে কী আছে জানতে করাত, ড্রিল মেশিন, অ্যাসিড—কী ব্যবহার করেননি তিনি। এমনকি সেটি ভাঙতে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন। কিছুতেই কিছু হয়নি। শেষ পর্যন্ত সফল হন মেলবোর্ন মিউজিয়ামের ভূতত্ত্ববিদ ডার্মট হেনরি। পাথরটি কাটতে তিনি ব্যবহার করেন হীরার খণ্ড লাগানো করাত।

এরপর পাথরটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। জানা যায়, সেটি ৪৬০ কোটি বছরের পুরোনো একটি উল্কাপিণ্ড। সে সময় আমাদের সৌরজগতের গঠনপর্ব চলছিল। উল্কাটির অত্যধিক ওজনের কারণ, সেটি নিকেল ও লোহার তৈরি। আর এই দুই পদার্থের ঘনত্বও সেটিতে খুব বেশি।

উল্কাপিণ্ডটির বিষয়ে ২০১৯ সালে ভূতত্ত্ববিদ ডার্মট হেনরি বলেছিলেন, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের আগে উল্কাপিণ্ডটি গলিত অবস্থায় ছিল। বায়ুমণ্ডলে প্রবেশের পর সেটি জমাট বেঁধে বর্তমান আকার ধারণ করেছে। তাঁর ভাষায়, ‘পাথরটির মাধ্যমে আপনি সৌরজগৎ গঠনের সময়ে ফিরে যাবেন।’

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।