পয়ত্রিশের কোঠা পেরোলেই বুটজোড়া তুলে রাখেন অধিকাংশ খেলোয়াড়। ফুটবলের জগতে এই দৃশ্য অতি-পরিচিত। অবশ্য মেসি, রোনাল্ডো কিংবা লুকা মডরিচরা বয়সকে বুড়ো আঙুল দেখিয়েই খেলে চলেছেন সপ্রতিভভাবে। তবে ৫৫ বছর বয়সে পেশাদার ফুটবল? সেটা একটু বাড়াবাড়িই হয়ে যায় বৈকি। তবে প্রথাগত নিয়মকে নস্যাৎ করেই অবিশ্বাস্য এই নজির গড়লেন কাজুওশি মিউরা। আগামী ২৬ তারিখেই ৫৬তম জন্মদিন উদযাপন করবেন তিনি। অথচ ৫৫ বছর বয়সে এসেও অক্লান্ত ভাবে পেশাদার ফুটবল খেলে চলেছেন জাপানি স্ট্রাইকার। সম্প্রতি শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে পর্তুগালের দ্বিতীয় শ্রেণির দল অলিভিয়েরেন্সেতে স্বাক্ষর করলেন তিনি। আগামীতে তাঁকে খেলতে দেখা যাবে ‘লিগা পর্তুগাল-২' লিগে। এর আগে, জাপান, ব্রাজিল, ইতালি, ক্রোয়েশিয়া এবং অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশেও ফুটবল খেলেছেন কাজুওশি। বছর তিনেক আগে তিনি জানিয়েছিলেন, ৬০ বছর বয়স পর্যন্ত ফুটবল খেলার পরিকল্পনা রয়েছে তাঁর। তা নিয়ে হাসির রোলও তুলেছিলেন অনেকে। তবে একের পর এক রেকর্ড ভেঙেই সমালোচকদের নিশ্চুপ রেখেছেন কিং কাজু ।
Tags:
Sports