রাতের আকাশে ঝলমল করছে তারা। ছাদে দাঁড়িয়ে এ-দৃশ্য দেখা এবং ফোনে ছবি তোলার চেষ্টা করেননি এমন মানুষের অভাব নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই অপার্থিব দৃশ্য চোখে চোখে দেখা গেলেও, ধরা পড়ে না ফোনের ক্যামেরায়। তবে কি চোখ ক্যামেরার থেকেও বেশি শক্তিশালী? হ্যাঁ, তেমনটাই। অবাক লাগলেও সত্যি। ফোনের ক্যামেরা তো বটেই, এমনকী তুখোড় সব ডিজিটাল ক্যামেরাও হার মানতে বাধ্য মানুষের চোখের কাছে। ১০০ কিংবা ২০০ নয়, মানুষের চোখের রেজোলিউশন ৫৭৬ মেগাপিক্সেল। রেজোলিউশন বেশি হওয়ার কারণেই যে-কোনো দৃশ্যের পুঙ্খানুপুঙ্খ ছবি তৈরি করতে সক্ষম আমাদের চোখ। আর সেই কারণেই প্রায় ১ কোটি রং-কে পৃথকভাবে চিনতে সক্ষম আমরা। তবে ফোন কিংবা ডিজিটাল ক্যামেরার মতো, আমাদের চোখের রেজোলিউশন স্থায়ী নয়। আসলে চোখ খোলা-বন্ধের সময় রেটিনা সংকুচিত, প্রসারিত হয়। তাতে ১৫ মেগাপিক্সেল পর্যন্ত বদলে যায় চোখের রেজোলিউশন। তবে এত শক্তিশালী পর্দা এবং লেন্স থাকা সত্ত্বেও, এই ছবির ‘আউটপুট’ নেওয়ার প্রযুক্তি এখনও আয়ত্ত করতে পারেনি মানুষ।
Tags:
News