পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৪.০ এর আনুষ্ঠানিক উদ্বোধন হল সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা আশ্রমপাড়া শহর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর অলক রায় সহ আরও অনেকে। এদিন অরুন্ধুতিনগর স্হিত ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হলে হয় এই অনুষ্ঠান।পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানটি চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার জানান, মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর প্রকল্পটি রাজ্য ভিত্তিক শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরে। এখন তা আজ জেলা ভিত্তিক শুরু হয়েছে আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডে। এর একটাই লক্ষ্য হল শূন্য থেকে ১৯ বছর বয়সী কিশোর কিশোরী, যুবক-যুবতীদের শারীরিক ভাবে সুস্থ রাখতে যা যা প্রয়োজন, তা সব কিছু এই প্রকল্পে আছে বলে মেয়র জানান।
Tags:
Tripura