বাড়িতে বাগান করা বা চাষ করার শখ থাকে অনেকেরই। সবুজ সবুজ সব্জি বাড়িতে বুনতে মোটামুটি সবাই ভালবাসেন। তবে বর্তমানে অনেকটা জায়গা বিশিষ্ট বাড়ির সংখ্যা খুব কম। আবার এখন পুরোনো বাড়িঘর ভেঙে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন আবাসন। তাই সব্জির চাষ বা ফল-ফুলের গাছ লাগানোর শখ থাকলেও জায়গার অভাবে তা বোনা হয়ে ওঠে না। কিন্তু এখনও যাঁদের বাড়িতে উঠোন থাকে, তাঁরা বিভিন্ন রকমের গাছ আজও রোপণ করে থাকেন। তবে বাড়িতে যদি বাস্তু মেনে গাছ লাগানো যায়, তাহলে শুধু বাড়ির সৌন্দর্যও বাড়বে তাই নয়, বাড়িতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এছাড়া এমন কিছু গাছ রয়েছে যা লাগালে আপনার অর্থনৈতিক সংকট বাড়বে। জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে। পাশাপাশি নেতিবাচক শক্তির প্রভাব আসবে। কোন কোন গাছ রয়েছে এই তালিকায়?
কাঁঠাল গাছ (Jackfruit Tree): বাড়ির আশপাশে কাঁঠাল গাছ একেবারেই রাখবেন না। বাস্তুশাস্ত্রে কাঁঠাল গাছকে অনেক অশুভ মনে করা হয়।
কুল গাছ: বাড়ির বাইরে কুল গাছ থাকাও অশুভ। এই গাছ বাড়িতে থাকলে কেটে ফেলুন। নয়তো নেতিবাচক প্রভাব বাড়বে।
অশ্বত্থ গাছ (Sacred fig): হিন্দু ধর্মে অশ্বত্থ গাছকে মনে করা হয় দেব-দেবীর বাসস্থান। কিন্তু বাড়িতে কখনও এই গাছ লাগাবেন না। উন্নতির পথ বন্ধ করে দেয় এই গাছ।
ডুমুর গাছ (Fig Tree): ডুমুর গাছকে বাড়ির পক্ষে খুবই অশুভ। এই গাছ বাড়িতে বা বাড়ির আশেপাশে থাকলে, পরিবারের উন্নতি স্তব্ধ হয়ে যায়। চোখের রোগের আশঙ্কা বাড়ে।
খেজুর গাছ (Palm Tree): খেজুর গাছ দেখতে সুন্দর হলেও এই গাছ বাড়িতে রাখা ঠিক নয়। কারণ বাড়িতে খেজুর গাছ লাগালে পরিবারে আর্থিক দুর্দশা নেমে আসে।
আমলকি গাছ (AMLA TREE): বাড়ি বা বাগানে কখনও লেবু বা আমলকি গাছ লাগাবেন না। এই দুটি গাছই অশুভ। এই প্রভাবে পারিবারিক অশান্তি বেড়ে যায়।
Tags:
Life Style