★"বেদের মেয়ে জোসনা" নিয়ে অজানা চমৎকার কিছু তথ্য জানালেন সিনেমাটির গল্পকার এবং প্রধান সহকারী পরিচালক আলী আজাদ।এই পরিচালকের কাছে প্রশ্ন রাখা হয়..........!!
#প্রশ্নঃ- 'বেদের মেয়ে জোসনা' ছবিটি নির্মান করতে গিয়ে কেমন খরচ হয়েছে?
#উত্তরঃ- ছবিটি নির্মান করতে সে আমলে ৪০ লাখ এ রকম খরচ হয়েছে।
#প্রশ্নঃ- আপনারা কি ধারনা করেছেন ছবিটি এরকম ব্যবসা করবে?
#উত্তরঃ- মিরাকল যে ব্যবসা করবে এটা আমাদের কারোরই ধারনা ছিলোনা।ফোক ছবির গান ভালো ছিলো,ছবির গল্প ভালো ছিলো।ধারনা ছিলো এ ছবিটি মোটামুটি ব্যবসায়সফল হবে।তবে এ ছবিটি যে এরকম মিরাকল হয়ে যাবে এটি আমাদের কারোরই ধারনা ছিলোনা।
#প্রশ্নঃ- এই ছবিটি একদম উন্মাদনা সৃষ্টি করেছে বলা যায়।কিছু উদাহরণ কি দেওয়া যাবে যে ছবিটি দর্শকদের মধ্যে কীরকম উন্মাদনা সৃষ্টি করেছিলো?
#উত্তরঃ এই ছবির যে উন্মাদনা একটি ঘটনা অনেকেই জানে যে একটি সিনেমা হলে সাড়ে নয় মাসের গর্ভবতী মহিলা সিনেমা দেখতে গেছে।সে যাবেই তার স্বামী সাথে এটা নিয়ে ঝগড়াও হয়েছে।তারপর নিয়েও গেছে সিনেমাহলে তার বাচ্চাও প্রসব হয়েছে।এই যে 'বেদের মেয়ে জোসনা'র উচ্ছাস-উদ্দীপনা সে গর্ভবতী মহিলা 'বেদের মেয়ে জোসনা' দেখবে মানে এই রকম উদ্মাদনা ছিলো।আমিসহ প্রযোজক পরিচালক রংপুরে গিয়েছিলাম দেখার জন্য ছবিটি কেমন যাচ্ছে। ওইখানে গিয়ে দেখলাম সকাল ১০ টার শো দেখার জন্য ভোর ৪ টা থেকে লাইন ধরে আছে।ইটের উপর বসে ঝিমাচ্ছে ছবির টিকিটের জন্য। এই যে জোয়ার,উদ্দীপনা আমরা নিজের চোখে দেখেছি।
#প্রশ্নঃ-আপনিতো প্রায় ৪০ বছর সিনেমার সাথে জড়িত আছেন।আপনি কি আর কোনো ছবির ক্ষেত্রে দেখেছেন দর্শক এতটা উচ্ছাস প্রকাশ করেছে?
#উত্তরঃ-এতটা উন্মাদনা আমি কোনো ছবিতে দেখিনি।ছবি এমনি সুপারহিট হয়েছে।আমার নসিমন ও সুপারহিট হয়েছে।কিন্তু বেদের মেয়ে জোসনা যে উন্মাদনা এতটা ছিলোনা।ছবি ২ মাস, ৩ মাস, ৪ মাস ধরে সিনেমা হলে আছে দর্শক পরিপূর্ণ এই বেদের মেয়ে জোসনার মতো কোনো ছবিতে আমি দেখিনি।এখনকার যুগে যে ছবিগুলো রিলিজ হচ্ছে, সে ছবির সিনেমা হল এত কম,এত বিজনেস আশা করা যায় না, হয়না।"
★শুরুতে হল মালিকেরা নিতে না চাওয়া এই সিনেমা তখন ২০ কোটি টাকা ব্যবসা করেছিলো সেই তথ্যও জানালেন আরটিভি(Rtv) কে দেয়া এক সাক্ষাৎকারে এই পরিচালক।
Tags:
Entertainment