আগরতলা কৃষ্ণনগরস্থিত এডভাইজার চৌমুহনীর বাসিন্দা সিদ্ধার্থ সাহা। ইতিমধ্যে "গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে" নিজের নাম নথিভুক্ত করে রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করেছে। গত মে মাসের ২৭ থেকে ২৯ তারিখ, ২০২৩ রাজধানীর নজরুল কলাক্ষেত্রস্থিত ললিতকলা একাডেমীতে একটি প্রদর্শনীর মাধ্যমে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করার জন্য উদ্যোগ নেয় সিদ্ধার্থ। সেখানে রাজ্যের এবং বহিরাজ্যের তিনজন বিচারক ছাড়াও, পুনে থেকে উপস্থিত ছিলেন, পাঁচবারের মত গিনিজ জয়ী সাইক্লিস্ট শ্ৰী প্ৰসাদ এরান্ডে মহোদয়। তাদের চুড়ান্ত ফলাফলের ভিত্তিতে গত সেপ্টেম্বর মাসে প্রথম ইমেইলের মাধ্যমে গিনিজের পক্ষ থেকে তার সফলতার খবরটি জানানো হয়। পুরাতন ১৪ হাজারের দীর্ঘতম কুইলিং হার্টের রেকর্ডটি ভেঙে প্রায় ২৫,৫৫১টি কুইলিং পেপারের হৃদয় তৈরি করে সিদ্ধার্থ এই খেতাব অর্জন করেছে। শারদোৎসবের পঞ্চমীর দিন, সুদূর লন্ডন থেকে তার সার্টিফিকেটটি তার হাতে এসে পৌঁছায়। এই খবরে তার পাশাপাশি খুশী গোটা রাজ্যবাসী।
ইন্ডিয়ান আইডলের সুরভী দেব্বর্মার পর, দ্বিতীয়বারের মতো রাজ্যের হয়ে এই গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব অর্জন করল সিদ্ধার্থ সাহা। পেশায় তিনি একজন ব্যাঙ্ক কর্মী এবং নেশায় নিজেকে তিনি একজন ক্রাফট আর্টিস্ট হিসেবেই দাবী করেন। তার বাবা মৃত পীযূষ কান্তি সাহা ছিলেন, সরকারী ছাপাখানা ও মুদ্রণ বিভাগের একজন কর্মী এবং মা শ্রীমতী অনিতা সাহা, একজন শিক্ষিকা। ছোটবেলা থেকে হিমোফিলিয়া নামক মারাত্মক রোগের শিকার শ্রী সাহা, তথাপি সেই শারীরিক অসুস্থতাকে একপ্রকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এগিয়ে চলেছেন তার স্বপ্ন পুরনে। তার এই সাফল্যে স্বাভাবিক ভাবেই খুশি আগরতলা হিমোফিলিয়া সোটাইটির সকল সদস্য এবং সদস্যারাও।