|
3 Idiots হিন্দি সিনেমার বিখ্যাত চরিত্র
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

3 Idiots হিন্দি সিনেমার বিখ্যাত চরিত্র

আমরা প্রায় সবাই 3 Idiots মুভিটি দেখেছি।সেই মুভিটিতে আমির খানের চারিত্র ছিল Fungsu Wangdu. কিন্ত অনেকের এইটা অজানা যে, এই নামের একজন সত্যিকারের মানুষ আছে। আর যে school সেখানে দেখানো হয়েছে, সে school টিও সত্যি আছে। লাদাখে পাকিস্তান ও ভারতের সীমান্তের কাছে। 

এই school এ admission নেওয়ার জন্য প্রথমে আপনাকে 10th ফেল করতে হবে। সেই school এ বই পত্র নিয়ে কেউ আসে না।এখানে সবকিছু practicaly হয়। যেমন আমরা পড়ি কিভাবে Battery বানাতে হয় ? কিন্তুু তারা সরাসরি Battery বানায়। ফলে তারা সে সম্পর্কে ভালো ধারণা পেয়ে যায়। পরে তারা সে সব Battery নিজেরাই বাজারে বিক্রি করে।ফলে তারা marketing সম্পর্কে ধারণা পেয়ে যায়। এবং সেই টাকা দিয়ে তারা পরে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরতে যাই । এই রকম তারা বিভিন্ন জিনিস বানায় এবং বাজারে বিক্রি করে।সেই টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় । ফলে তাদের দর্শন সম্পর্কে ধারনা লাভ করে।তারা এমন এমন একটি যন্ত্র আবিস্কার করেছে যেটি দিয়ে পাহাড় থেকে গলে পরা পানি পুনরায় বরফে পরিনত করা যায়।

ছবিতে লাদাখের যে বিজ্ঞানীকে দেখা যাচ্ছে তার নাম সোনাম ওয়াংচুক। ফুঙসুক ওয়াংডু নামটি কাল্পনিক।

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।