ক্রীড়া প্রতিনিধি।। কুমারঘাটে শুরু হয়েছিল রাজ্যভিত্তিক প্রো কবাডি টুর্নামেন্ট। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাসের উদ্যোগে কুমারঘাট এর পূর্ত দফতরের ময়দানে অনুষ্ঠিত হয় কবাডির খেলা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০টি দল অংশগ্রহণ করে খেলায়। কুমারঘাট প্লে সেন্টারের পরিচালনায় খেলাটি সম্পূর্ণ হয়। বুধবার রাতে চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়লাভ করেন দুটি দল। তিন দিন ব্যাপী রাজ্যভিত্তিক কাবাডি প্রতিযোগিতায় সাড়া জাগানো অন্তিম ম্যাচে ছেলেদের মধ্যে প্রথম হয়েছে ত্রিপুরা পুলিশ এবং দ্বিতীয় হয়েছে ইয়ুথ ক্লাব কুমারঘাট। মেয়েদের মধ্যে প্রথম হয়েছে কমলপুর এবং দ্বিতীয় হয়েছে মর্নিং ক্লাব মোহনপুর।
খেলার শেষে প্রত্যেক খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন পরিচালনা কমিটির পক্ষ থেকে পুরুষদের মধ্যে বিজয়ী দলকে তুলে দেওয়া হয় নগদ ত্রিশ হাজার টাকা সহ ট্রফি। বিজয়ী মহিলা দলের হাতে তুলে দেওয়া হয় নগদ কুড়ি হাজার টাকা সহ ট্রফি। পুরুষদের রানার্স দলকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকার চেক সহ ট্রফি। মহিলাদের রানার্স দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি সহ ১০ হাজার টাকার চেক। রাজ্যে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার ব্যবস্থা করে সমাজকে সুস্থ ও সবল করে রাখার জন্য যুব সমাজকে গুরুত্ব দেওয়ার জন্য বলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস।