|
Every 19th November has a 29th June "কলমে- প্রসেনজিৎ রায়
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

Every 19th November has a 29th June "কলমে- প্রসেনজিৎ রায়

Every 19th November has a 29th June "
কলমে- প্রসেনজিৎ রায়

২০০৩ - জোহানেসবার্গ, দক্ষিন আফ্রিকায় অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরে ১০০ কোটি ভারতবাসীর স্বপ্ন ভঙ্গ হয়েছিলো সেদিন | ২০০৭ এর T20 বিশ্বকাপ, ২০১১ এর বিশ্বকাপ, ২০১৩ এর চ্যাম্পিয়ানস ট্রফি ভারতে এসেছে মহেন্দ্রক্ষণে, কিন্তু এরপর থেকেই চলছিল ট্রফির খরা |
২০১৪ সালে T20 Final এ শ্রীলঙ্কার কাছে, ২০১৫ সালে বিশ্বকাপ সেমিফাইন্যালে অস্ট্রেলিয়ার কাছে, ২০১৬সালে T20 semi Final এ west indies এর কাছে, ২০১৯ সালে চ্যাম্পিয়ানস ট্রফি ফাইন্যালে পাকিস্তানের কাছে, ২০২১ ও ২৩ সালে টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইন্যালে যথাক্রমে NZ ও Aus er কাছে, ২০২২ সালে t20 Wc Semifinal এ ইংল্যান্ডের সাথে, আর সর্বশেষ ২০২৩ এর ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইন্যালে Aus er বিপক্ষে হেরে সোনালী ট্রফিটা ছোঁয়া আর হচ্ছিলো না ভারতের | বারবার হৃদয়ভঙ্গের অভিজ্ঞতার নিরিখে ভারতীয়দের অবস্থা হয়েছিলো - " ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায় " ঘোচের ।

এরই মধ্যে আবারও USA ও WI এ ২০২৪ t20 বিশ্বকাপের আসর | ভারতীয় দলটা প্রথম থেকেই তেমন শক্তিশালী লাগছিলো না | বিদেশের পেস সহায়ক উইকেটে বুমরাহ ছাড়া বাকি পেসাররা একবারেই আনকোরা, কোচের মেয়াদ নিয়ে নানান জল্পনা, অভিজ্ঞ প্লেয়ারদের পরিবর্তে IPL performance এর ভিত্তিতে দল সাজানো, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে রোহিত- হার্দিক সম্পর্কের শীতলতা, আর রোহিত-কোহলির মিডিয়াসৃষ্ট সম্পর্কের জটিলতা- সব মিলিয়ে কেমন একটা ছন্নছাড়া অবস্থা ঠেকছিলো ভারতীয় দলের ।

যাই হোক, আসরে চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তান, শক্তিশালী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়ে ভারত আবারও ফাইন্যালে | নেপথ্যে অবশ্যই সেই আনকোরা পেসার অর্শদীপ,অভিজ্ঞ বুমরাহ, স্পিনার কুলদীপ , অলরাউন্ডার হার্দিক ও অক্ষরের যুগলবন্দী আর রোহিত-কোহলি-হার্দিকের সম্পর্কে একের অন্যের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর সবচেয়ে বড়ো কথা দলের প্রত্যেকটি প্লেয়ারের দেশের প্রতি অসামান্য আবেগ ও দেশমাতৃকার বিজয়ধ্বজ উড়ানোর অদম্য ইচ্ছাশক্তি ।

ফাইন্যালের শুরুটা দেখে অনেকেই আমার মতো আবার হৃদয়ভঙ্গের ভাবনায় ভেঙ্গে পড়েছিলেন | কিন্তু এবারের বিশ্বকাপ এক-দুজন প্লেয়ার জেতায় নি, জিতিয়েছে পুরো ভারতীয় দল | যারা পুরো টুর্নামেন্টে তেমন রান পায়নি- কোহলি, অক্ষর, দুবে কাল ফাইন্যালের মতো এতো হাই প্রেসার খেলায় ভারতকে ১৭৬ রানে পৌঁছে দিয়েছে কিন্তু তারাই | চেজ করতে নেমে দ: আফ্রিকার একটা সময় ৩০ বলে ৩০ রান দরকার, ক্রিজে তখন মারমুখী ক্লাসেন আর ডেভিড মিলার প্রতিপক্ষের কাছে যিনি কিলার মিলার | 
যে ছেলেটা পুরো IPL জুড়ে ট্রল হলো সেই ছেলেটাই অসামান্য বুদ্ধিমত্তার সাথে ক্লাসেনকে আউট করে ম্যাচে ফেরালো ভারতবর্ষকে | এরপর বুমরাহ-অর্শদীপ অত্যন্ত কৃপন বোলিং -এ হেরে যাওয়া ম্যাচ নিজেদের দিকে টেনে আনলো।

শেষ ওভারে দরকার ১৬ রান | হার্দিকের বলে মিলারের ৬ রানকে ক্যাচ বানিয়ে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিল সেই সূর্যকুমার যাদব যার নামে অপবাদ ছিলো সে বড় টুর্নামেন্টের বড় মঞ্চে কোনো অবদান রাখতে পারে না | কথায় আছে- catches win matches.... তবে কালকের ম্যাচটা নি: সন্দেহে Catch wins trophies তালিকাভুক্ত | 
বহু অপেক্ষার পর ভারত আবারও বিশ্বসেরা | এই জয় ১৪০ কোটি ভারতবাসীর |রাজার মতো ম্যাচ জয়ী ইনিংসের পর T20 ক্রিকেটকে বিদায় জানালেন রোহিরাট জুটি, দ্য টু মডার্ন ডেইস গ্রেট | এর থেকে রাজকীয় বিদায় আর হতে পারে না | শচীন পরবর্তী যুগে রোহিত ও বিরাটের অবদান ভারতীয় ক্রিকেটে অনস্বীকার্য | রোহিত-কোহলি- বুমরাহ এই মহান ত্রয়ীর হাত ধরে ২৯ জুন ঈশ্বর তার সর্বশ্রেষ্ঠ স্ক্রিপ্ট লিখে রেখেছিলেন হয়তো আগেই, যার পান্ডুলিপির শিরোনাম ছিলো - "Every 19th November has a 29th June "

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।