|
এই 'ভয়ঙ্কর' ব্যাটার থাক ভারতের টি-২০ বিশ্বকাপ দলে! পরামর্শ অজি মহারথীর
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

এই 'ভয়ঙ্কর' ব্যাটার থাক ভারতের টি-২০ বিশ্বকাপ দলে! পরামর্শ অজি মহারথীর

অক্টোবর- নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হবে পরবর্তী টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup)। অজি মহারথী ম্যাথিউ হেডেন (Matthew Hayden) বলছেন যে, ভারত ২০ ওভারের বিশ্বযুদ্ধে নামুক রাহুল ত্রিপাঠীকে (Rahul Tripathi) দলে নিয়েই। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে হেডেন ভূয়সী প্রশংসা করেছেন রাঁচির ৩১ বছরের ব্যাটারের।

হেডেন বলেন, "রাহুলের হার্ড হিটিং ক্রিকেট আমার দারুণ লাগে। যে ভাবে ও দায়িত্ব নিয়ে কাজটা করতে বল স্ট্রাইক করে সেটা আমার অসাধারণ লাগে। ওর ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার যাবতীয় সম্ভাবনা রয়েছে। ত্রিপাঠী ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। উইকেটের দুই প্রান্তেই খেলতে পারে। বিশেষত ওর শর্ট-পিচ ডেলিভারিতে খেলা আমাকে মোহিত করেছে। টি-২০ বিশ্বকাপে ভারত ওকে নিয়ে অস্ট্রেলিয়ায় আসুক। কারণ ও বাউন্সি পিচেও দারুণ শট নিতে পারে।"

জুনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। এরপরেই জোড়া টি-২০ ম্য়াচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। রবিবার টি-২০ দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। আইপিএলে দুরন্ত পারফর্ম করার সুনাম পেয়েছেন উমরান মালিক (Umran Malik) ও অর্শদীপ সিংরা (Arshdeep Singh)। তবে জায়গা পাননি রাহুল।

বিগত ১২ বছর ঘরোয়া ক্রিকেট খেলা রাহুল এখনও দেশের জার্সিতে মাঠে নামেননি। ৩১ বছরের রাঁচির ব্যাটার আইপিএলে মরশুমের পর মরশুম ধারাবাহিক ভাবেই ভাল খেলছেন। চলতি আইপিএলে (IPL 2022) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে রাহুল ১৩ ম্যাচে করেছেন ৩৯৩ রান। তাঁর স্ট্রাইক রেট ১৬১.৭৩। রয়েছে তিনটি অর্ধ-শতরান। 

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।