|
পরিবারের তিন জনের এভাবে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে দেশের রাজধানীতে। (Delhi Triple Suicide)
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

পরিবারের তিন জনের এভাবে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে দেশের রাজধানীতে। (Delhi Triple Suicide)

৫০ বছর বয়সী এক মহিলা ও তাঁর দুই মেয়ে। রবিবার দিল্লির বসন্ত বিহার এলাকায় একটি বিলাসবহল ফ্ল্যাট থেকে তিনজনেরই মৃতদেহ উদ্ধার করল পুলিশ। দক্ষিণ দিল্লির এই বিলাসী ফ্ল্যাটকে রীতিমতো 'গ্যাস চেম্বার' তৈরি করে তিন জন আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। পরিবারের তিন জনের এভাবে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে দেশের রাজধানীতে। (Delhi Triple Suicide)

এমন অদ্ভুত ভাবে ঘরকেই গ্যাস চেম্বার তৈরি করে আত্মহত্যার ঘটনায় পুলিশই হতবাক। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। পুলিশ জানিয়েছে, ঘরের সমস্তা জানালা, দরজা, ভেন্টিলেটর প্লাস্টিক দিয়ে আটকানো ছিল। রান্নার গ্যাসের সিলিন্ডারের নব খোলা রাখা ছিল এবং কয়লা দিয়ে জ্বলে এমন একটি রান্নার সরঞ্জাম জ্বালিয়ে রাখা ছিল। ফলে ঘরে বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড ভরে গিয়েছিল।
ওই ঘরেই দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে মা ও দুই মেয়ের। একই ঘর থেকে তিনজনের দেহ উদ্ধার হয়েছে। পাশেই কয়লা জ্বালানো ছিল। সুইসাইড নোটে লেখা ছিল, দয়া করে ঘরে ঢুকে কেউ দেশলাই জ্বালবেন না। এতে আগুন লেগে যেতে পারে। এমন হাড়হিম করা ঘটনায় গোটা রাজধানীতেই শোরগোল পড়ে গিয়েছে। নোটে আরও লেখা ছিল, 'খুবই বিষাক্ত গ্যাস... ভিতরে ভর্তি কার্বন মনোক্সাইড। এটা দাহ্য। ঘরে ঢুেক জানালা খুলে এবং ফ্যান চালাবেন।'
পুলিশের দাবি, নোটে নির্দেশ ছিল দেশলাই বা মোমবাতি না জ্বালানোর। পরদা খোলার সময়ও সতর্ক থাকতে বলা হয়েছিল, কারণ ঘর ভর্তি বিষাক্ত গ্যাস। গোটাটাই ইংরেজিতে লেখা ছিল। মৃতদের নাম মঞ্জু ও তাঁর দুই মেয়ে অংশিকা-অঙ্কু। পরিচারিকা ও প্রতিবেশীরা জানিয়েছেন, গত বছর করোনায় স্বামীর মৃত্যু হয়। সেই থেকেই অবসাদে ছিল গোটা পরিবার। স্ত্রীও শয্যাশায়ী হয়েছিলেন বহুদিন। সেই থেকেই এমন সিদ্ধান্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।