ভূমিকম্পে আফগানিস্তানে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। গভীর রাতে ভূমিকম্পে প্রায় ১ হাজার ছাড়িয়ে গিয়েছে। দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এমন দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপমন্ত্রী মৌলভী শরফুদ্দিন। এর আগে বলা হচ্ছিল ২৫৫ জন নিহত হয়েছেন।
ভূমিকম্পের এই কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা মাপা হয়েছে ৬.১। ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বে। সংবাদ সংস্থার মতে, ভূমিকম্পে আফগানিস্তানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০০০ পেরিয়ে গিয়েছে। একই সময়ে আহত হয়েছেন প্রায় ১৫ হাজার জন। পাকতিকা ও খোস্ত প্রদেশে এই ভূমিকম্প হয়েছে।
ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা এখনও নির্ণয় করা যায়নি। তবে রিখটার স্কেলে ৭.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্প মাঝারি বিপজ্জনক বলে মনে করা হয়। আফগানিস্তানে ভূমিকম্পের তীব্রতা এর চেয়ে কম ছিল।
পাকিস্তানের বিভিন্ন শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, ইসলামাবাদসহ অন্যান্য শহরেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষ ভূমিকম্প নিয়ে কথা বলছে। লোকেরা লিখেছেন যে ভূমিকম্পের এই কম্পনগুলি কয়েক সেকেন্ডের জন্য অনুভূত হয়েছিল। কিন্তু এতে আতঙ্কে লোকজন এদিক ওদিক ছুটতে থাকে।
এর আগে শুক্রবারও পাকিস্তানে ভূমিকম্প হয়। এরপর ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি ও মুলতানে এই কম্পন অনুভূত হয়। ফয়সালাবাদ, অ্যাবোটাবাদ, সোয়াত, বুনের, কোহাট এবং মালকান্দিতেও এই কম্পন অনুভূত হয়েছে।
Tags:
News