উদ্বোধনের পরদিনই রক্ত ঝরল পদ্মা সেতুতে। রবিবার সন্ধ্যায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। পুলিশ জানিয়েছে, বাইকে চেপে যাওয়ার সময় মোবাইলে ভিডিয়ো করছিলেন। তখনই দুর্ঘটনার কবলে পড়েন। তারইমধ্যে সোমবার থেকে পদ্মা সেতুতে বাইক ওঠার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘সমকাল’ সূত্রে খবর, পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যে দুই যুবকের মৃত্যু হয়েছে, তাঁদের নাম মহম্মদ আলমগীর হোসেন (২২) ও মহম্মদ ফজলু (২১)। তাঁদের বাড়ি দোহার থানায় এলাকায়।
রবিবার সন্ধ্যায় পদ্মা সেতুর ২৭ এবং ২৮ নম্বরের মধ্যে দুর্ঘটনা হয়। শুরু হয় রক্তক্ষরণ। দ্রুত তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে হাসপাতাল সূত্রে খবর, যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তখন দু'জনের শরীরে হৃদস্পন্দন ছিল না। সরকারিভাবে পরে মৃত্যুর খবর ঘোষণা করা হয়।
সেই দুর্ঘটনার আগে রবিবার সন্ধ্যায় সেতু বিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করে পদ্মা সেতুতে বাইক ওঠার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ছ'টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, রবিবার সকালে জনসাধারণের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার পর থেকেই প্রচুর বাইক উঠেছে। সেই পরিস্থিতিতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
Tags:
News