|
২৩-এ বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বণী, এলিয়েনরা আক্রমন করবে, উঠবে সৌর ঝড়
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

২৩-এ বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বণী, এলিয়েনরা আক্রমন করবে, উঠবে সৌর ঝড়


সোফিয়া (বুলগেরিয়া) : দৃষ্টিহীন বুলগেরিয়ান 'ভবিষ্যৎদ্রষ্টা' ভ্যাঞ্জেলিয়া গুশতেরোভা। “বাবা ভাঙ্গা' (ছবি) নামেই তিনি তামাম পশ্চিমী দুনিয়ায় পরিচিত। এ পৃথিবীর কেমন কাটবে ২০২৩ সাল, তিরিশ বছর আগেই তার ভয়াল ভবিষ্যদ্বাণী করে গেছেন তিনি।

বাবা ভাঙ্গা-র ভবিষ্যদ্বাণী এর আগে অনেক বার হুবহু মিলে গিয়েছিল। যেমন ইন্দিরা গান্ধীর হত্যা, নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ৯/১১ তারিখে জঙ্গি হামলা। সেই বাবা ভাঙ্গা ওরফে ভ্যানজেলিয়া ১৯৯৬ সালে মৃত্যুর আগেই পূর্বাভাস দিয়ে গেছেন যে, ২০২৩ সালে পৃথিবীকে আক্রমণ করবে ভিনগ্রহী তথা এলিয়েনরা। সেই সঙ্গে প্রবল সৌর ঝড়ের মুখে পড়বে পৃথিবী। সেখানেই শেষ নয়, পারমাণবিক বিস্ফোরণেরও সাক্ষী হবে এ ধরিত্রী। সব মিলে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হবে।

জ্যোতিষে বিশ্বাসী মানুষজন মনে করেন, বাবা ভাঙ্গার কোনও ভবিষ্যদ্বাণী মিথ্যা হয় না। অনেকের বিশ্বাস, তার বলা কথার ৮৫ শতাংশই পরবর্তীকালে বাস্তবে প্রমাণিত হয়েছে। দৃষ্টিহীন এই জ্যোতিষীর অনুমান মতোই ১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিল পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটেছিল ভয়াবহ বিস্ফোরণ। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, পথ দুর্ঘটনায় মৃত্যু হবে রাজকুমারী ডায়ানার। তিনি আগেই বলেছিলেন, পতন হবে সাবেক সোভিয়েতনের। নস্ত্রাদামুসকে নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। বাবা ভাঙ্গাকে অনেকে কিন্তু 'বুলগেরিয়ার দৃষ্টিহীন' বলেও অভিহিত করেন। নস্ত্রাদামুস ইতিহাস, কিন্তু বাবা ভাঙ্গা জ্বলজ্যান্ত মানুষ ছিলেন। ১৯১১ সালে জন্মেছিলেন। মারা যান ১৯৯৬ সালে। জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন বুলগেরিয়ার কঝুহ পর্বতে। তিনি একজন ভেষজবিদও ছিলেন। জীবিতাবস্থাতেই আগামী পঞ্চাশ বছরের ভবিষ্যদ্বাণী করে গেছেন তিনি। গত শতকের সাতের দশক থেকে বিভিন্ন বিষয়ে ভবিষ্যদ্বাণী করে বিখ্যাত হয়ে ওঠেন তিনি। শেষ হতে চলা ২০২২ সাল নিয়েও। 

জীবৎকালেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। সেই কবে বলে দিয়েছিলেন, ২০২২ সালে বিশ্বজুড়ে প্রবল হয়ে উঠবে ভার্চুয়াল রিয়্যালিটি। সে ভবিষ্যদ্বাণী যে মিথ্যা ছিল না, এ বছর তা আমরা প্রত্যক্ষ করেছি। তবে ২০২৩ সালের জন্য তার ভবিষ্যদ্বাণী এক কথায় ভয়াবহ। আগত বছরটি নিয়ে তিনি আগেই। বলে গেছেন, কক্ষপথ বদলে যাবে পৃথিবীর। বিশ্বে দেখা দেবে তীব্র জলসংকট, যা জলসংকট, যা বিশ্বরাজনীতিকে প্রভাবিত করবে। এর চেয়েও বিস্ফোরক ভবিষ্যদ্বাণী হল, এ ব্রহ্মাণ্ডে একমাত্র বাসযোগ্য সবুজ এই গ্রহে

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।