আরবিআই-এর ১০ হাজারের নোট!
কয়েক বছর আগে পর্যন্তও ভারতে প্রচলিত ছিল ১০০০ টাকার নোট। তবে ২০১৬ সালে সেই নোটকে বাতিল করে কেন্দ্র সরকার। বাতিল হয়েছিল ৫০০ টাকার নোটও। এই নোটবন্দির পর নতুন করে ৫০০ ও ২০০০ টাকার নোট প্রবর্তন করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের সবচেয়ে মূল্যবান ‘মুদ্রা’ এই ২০০০ টাকার নোট। তবে একটা সময় ভারতে প্রচলিত ছিল, এর থেকেও বড়ো অঙ্কের টাকার নোট। সেই নোটের অর্থমূল্য ছিল ১০ হাজার টাকা। হ্যাঁ, অবিশ্বাস্য লাগলেও সত্যি। ইতিহাস বলছে, ভারতে দু'বার পৃথক পৃথকভাবে ছাপা হয়েছিল ১০ হাজারের নোট। ১৯৩৮ সালে প্রথম এই নোট প্রকাশ করে ব্রিটিশ ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। ১৯৪৬ সালে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল এই নোট। পরবর্তীতে স্বাধীনতার পর, ১৯৫৪ সালে নতুন নকশায় ফের ছাপা হয় ১০ হাজারের নোট। মূলত বড়ো অঙ্কের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রেই ব্যবহৃত হত এই টাকা। তবে এই মুদ্রা জাল হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়তে থাকায়, ১৯৭৮ সালে বাতিল করা হয় এই নোটকে। অবশ্য নোটের মুদ্রণ বন্ধ করা হয়েছিল তারও আগে...
Tags:
News