কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে চাঁদ। আবার পৃথিবী ও অন্যান্য গ্রহরাও নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে সূর্যকে। আর সূর্য? পৃথিবী বা চাঁদের মতো সেও ছুটে চলেছে অবিরাম। কিন্তু কাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে সূর্য? ‘স্যাজিটেরিয়াস এ*” নামের একটি দৈত্যাকার ব্ল্যাকহোলকে কেন্দ্র করে। যার ভর সূর্যের ভরের প্রায় ৪০ লক্ষ গুণ। জ্যোতির্বিদ্যার জগতে এধরনের ব্ল্যাকহোল পরিচিত ‘সুপারম্যাসিভ ব্ল্যাকহোল' নামে। ‘আকাশগঙ্গা' অর্থাৎ ‘মিল্কিওয়ে’ ছায়াপথের ঠিক কেন্দ্রে অর্থাৎ গ্যালাকটিক সেন্টারে লুকিয়ে আছে এই প্রকাণ্ড কৃষ্ণগহ্বর। সূর্য তো বটেই, অন্যান্য নক্ষত্রদেরও অভিকর্ষ বলের প্রভাবে নিজের দিকে টানছে এই ব্ল্যাকহোল। আর সেই বলের প্রভাবেই আবর্তিত হচ্ছে আমাদের ছায়াপথের সমস্ত তারা। পদার্থবিদদের মতে, ছায়াপথের কেন্দ্রকে ঘিরে সূর্য ছুটে চলেছে প্রতি ঘণ্টায় ৮ লক্ষ ২৮ হাজার কিলোমিটার বেগে। তবে এত বেশি গতি হওয়া সত্ত্বেও আকাশগঙ্গায় একটি আবর্তন সম্পূর্ণ করতে সূর্যের সময় লাগে ২৩ কোটি বছর বা এক ‘গ্যালাকটিক ইয়ার'। তার কারণ আর কিছুই নয়, সূর্যের এই কক্ষপথের পরিধি প্রায় ১৭৬ হাজার আলোকবর্ষ।
Tags:
News