গোটা বিশ্বজুড়েই ক্রমশ প্রকট হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রকোপ। এমনকি শীতকালেও ‘হিট ওয়েভ’- এর শিকার হয়ে চলেছে ইউরোপ। গবেষকদের মতে শীত পেরোলেই অসহনীয় হয়ে উঠবে ভারত-সহ গোটা দক্ষিণ এশিয়ার আবহাওয়া। তবে এসবের মধ্যেই এবার সামান্য আশার আলো দেখালেন গবেষকদের। ধীরে ধীরে সেরে উঠছে পৃথিবীর ওজোনস্তর। এমনকি আগামী কয়েক দশকের মধ্যেই সম্পূর্ণভাবে তা স্বাভাবিক হয়ে উঠবে। এমনই জানাচ্ছে জাতিসংঘের একটি - বিশেষ মূল্যায়ন। আশির দশকের শেষে পৃথিবীর ওজোনস্তরে ধরা পড়েছিল বড়োসড়ো গর্ত। মূলত যার জন্য দায়ী ক্লোরো- ফ্লুরো কার্বন বা সিএফসি নামের এক বিশেষ রাসায়নিক পদার্থ। যা ব্যবহৃত হয় রেফ্রিজারেটর, শীততাপনিয়ন্ত্রক যন্ত্রে। তাছাড়া ওজোন-ক্ষয়ের সঙ্গে জড়িয়ে অন্যান্য গ্রিনহাউস গ্যাসও। ১৯৮৯ সালে মন্ট্রিল সম্মেলনের পর থেকে ৯৯ শতাংশ কমেছে সিএফসির ব্যবহার। আর সেই কারণেই ফের সুস্থতায় ফিরছে ওজোনস্তর। রাষ্ট্রপুঞ্জের গবেষকদের অনুমান, আগামী ২০৪০ সালের মধ্যেই স্বাভাবিক হয়ে উঠবে ক্রান্তীয় অঞ্চলের ওজোনস্তর। অন্যদিকে মেরু অঞ্চলের ওজোন সারবে ২০৬৬ সালের মধ্যেই ।
Tags:
News