ভারতের অন্যতম ব্যাবসায়িক সংস্থা রিলাইয়েন্স ইন্ডাস্ট্রি (Reliance Industry)। এই সংস্থার চেয়ারম্যান হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। যিনি টেলিকম সেক্টর থেকে শুরু করে রিটেল বাজারে তাঁর ব্যাবসায়িক পরিধি বাড়িয়েছে। এবার দ্রুত গতিতে ব্যাবসার সম্প্রসারণ ঘটিয়ে বীমা খাতে (Life Insurance)পা রাখতে চলেছে। এর ফলে এলআইসি সহ অন্যান বীমা সংস্থা গুলির সঙ্গে তুমুল প্রতিযোগিতা করবে। চলুন বিস্তারিত জেনে নিন।
জানিয়ে রাখি, খুব শীঘ্রই বীমা সংস্থা খুলতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা রিলাইয়েন্স ইন্ডাস্ট্রি। দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। টেলিকম সংস্থার পর এবার জিও স্বাস্থ্য বীমা (Jio Start Life Insurance Business) খাতে প্রবেশ করতে চলেছে। জিও ফিন্যান্সশিয়াল সার্ভিসের (Jio Financial Services) সাহার্যে বীমা জগতে আসছে মুকেশ আম্বানি। এর জন্য আইআরডিএআই (IRDAI) এর কাছে লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। লাইসেন্স হাতে পেলেই শুরু হবে অর্থ নিয়োগ।
লাইফ এবং নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় নামবে মুকেশ আম্বানি। পরিকল্পনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।প্রধানত দেশের প্রধান প্রধান শহর গুলিতে চালু হবে এই বীমা। কেন্দ্রীয় সরকারের বীমা সংশোধনী আইনের মাধমে জিও এই ব্যবসায় পা রাখছে। আর এর ফলে এলআইসির মতো বীমা সংস্থা গুলি বিপদে পড়তে চলেছে। জিও বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে তাদের সামনে। এর আগে জিও যে সেক্টরে প্রবেশ করেছে সেই সেক্টরে এক চেটিয়া অধিকার করেছে। তাই অনেকে মনে করছেন বীমা সংস্থার ক্ষেত্রেও তাই হবে।
প্রসঙ্গত, রিলাইয়েন্স ইন্ডাস্ট্রির একটি বড় সংস্থা। বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যবসা ছড়িয়ে রয়েছে। টেলিকম সেক্টরেও সবচেয়ে উপরে রয়েছে রিলাইয়েন্স জিও। আর বীমা খাতে নিজের শক্তি বাড়াতে তোড়জোড় শুরু করে দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা। মনে করা হচ্ছে এলআইসির (LIC) সঙ্গে তুমুল প্রতিযোগিতা দেবে এবং এলআইসিকে পিছনে পেলে এগিয়ে যাবে মুকেশ আম্বানির সংস্থা।
Tags:
News