পদ্মা সেতুতে ওঠার আগেই দুর্ঘটনার কবলে পড়ল বাস। মৃত্যুমিছিল বাংলাদেশে। মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় রবিবার সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোর চারটার দিকে খুলনার ফুলতলা থেকে বাসটি ছাড়ে। পরে ভোর ৫টা ৫ মিনিটে খুলনার সোনাডাঙ্গা থেকে ইমাদ পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হয়।
বাসটির চালক সকাল সাড়ে সাতটার দিকে পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারান। বাসটি রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। এখনও পর্যন্ত ১৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এক স্বেচ্ছাসেবক জানান, ‘পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে কম–বেশি দুর্ঘটনা ঘটছে। তবে মহাসড়কের রেলিং ভেঙে বাস খাদে পড়ে এত প্রাণহানির ঘটনা আগে ঘটেনি। এটি এক্সপ্রেসওয়েতে এখন পর্যন্ত সবচেয়ে বড় দুর্ঘটনা।’
হাইওয়ে অ্যাকসিডেন্ট মনিটর বলছে, গত বছর বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় রেকর্ড ৯,৯৫১ জন নিহত হয়েছে।
Tags:
News