|
গতিতে বন্দে ভারতকে ১০ গোল দেবে বন্দে মেট্রো! ভাড়া শুনলেও অবাক হবেন
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

গতিতে বন্দে ভারতকে ১০ গোল দেবে বন্দে মেট্রো! ভাড়া শুনলেও অবাক হবেন


ভারতীয়দের কাছে গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবাকে প্রতিনিয়ত সাজিয়ে তোলার প্রয়াস চালাচ্ছে রেল (Indian Railways)। সাজিয়ে তোলার এই সকল প্রয়াসের মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ভারতীয় প্রযুক্তির এই ট্রেন এখন দেশের বিভিন্ন রুট কাঁপাচ্ছে।

ভারতের যে সকল রুটে এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেস এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে, সেই সকল রুটে বাড়ছে দিন দিন জনপ্রিয়তা। এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ভারতীয় রেল সিদ্ধান্ত নিয়েছে বন্দে মেট্রো (Vande Metro) চালু করার। বন্দে মেট্রো হল বন্দে ভারত এক্সপ্রেসের মিনি ভার্শন। এখনো পর্যন্ত রেল সূত্রে যা জানা গিয়েছে তাতে বন্দে মেট্রোতে একটি ট্রেনে চার থেকে পাঁচটি বা ৮টি কোচ থাকবে। ১০০ কিলোমিটারের কম দূরত্বের দুটি শহরের মধ্যে বন্দে মেট্রো যাতায়াত করবে। এক একটি রুটে প্রতিদিন চার থেকে পাঁচ বার যাতায়াত করবে বন্দে মেট্রো। দ্রুতগতির এই ট্রেন যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর সময় অর্ধেক করে দেবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর ডিসেম্বর মাস অথবা ২০২৪ সালের জানুয়ারি মাসে চালু হবে বন্দে মেট্রো।

এর পাশাপাশি রেল সূত্রে যা জানা গিয়েছে তাতে জানা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের তুলনায় বন্দে মেট্রোর গতিবেগ অনেক বেশি হবে। বন্দে মেট্রো চলবে র‌্যাপিড রেলের মত গতিতে এবং র‌্যাপিড রেলের পরিষেবার মতোই উন্নত মানের পরিষেবা পাবেন যাত্রীরা। অনেক তাড়াতাড়ি যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারবেন। বন্দে মেট্রো চালু হলে লোকাল ট্রেনে ভিড় অনেক কমবে বলে দাবি করা হচ্ছে।

অন্যদিকে ভাড়া সম্পর্কে জানা যাচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের তুলনায় ভাড়া অনেক কম হবে বন্দে মেট্রোতে। তবে সাধারণ লোকাল ট্রেনের তুলনায় ভাড়া বেশি হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। যদিও ভাড়া সম্পর্কে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে এই বন্দে মেট্রো রেল পরিষেবায় যুগান্তকারী পরিবর্তন এনে দেবে এমনই দাবি করা হচ্ছে রেলের তরফ থেকে।

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।