ভারতীয়দের কাছে গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবাকে প্রতিনিয়ত সাজিয়ে তোলার প্রয়াস চালাচ্ছে রেল (Indian Railways)। সাজিয়ে তোলার এই সকল প্রয়াসের মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ভারতীয় প্রযুক্তির এই ট্রেন এখন দেশের বিভিন্ন রুট কাঁপাচ্ছে।
এর পাশাপাশি রেল সূত্রে যা জানা গিয়েছে তাতে জানা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের তুলনায় বন্দে মেট্রোর গতিবেগ অনেক বেশি হবে। বন্দে মেট্রো চলবে র্যাপিড রেলের মত গতিতে এবং র্যাপিড রেলের পরিষেবার মতোই উন্নত মানের পরিষেবা পাবেন যাত্রীরা। অনেক তাড়াতাড়ি যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারবেন। বন্দে মেট্রো চালু হলে লোকাল ট্রেনে ভিড় অনেক কমবে বলে দাবি করা হচ্ছে।
অন্যদিকে ভাড়া সম্পর্কে জানা যাচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের তুলনায় ভাড়া অনেক কম হবে বন্দে মেট্রোতে। তবে সাধারণ লোকাল ট্রেনের তুলনায় ভাড়া বেশি হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। যদিও ভাড়া সম্পর্কে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে এই বন্দে মেট্রো রেল পরিষেবায় যুগান্তকারী পরিবর্তন এনে দেবে এমনই দাবি করা হচ্ছে রেলের তরফ থেকে।