গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল ঐতিহ্যবাহী বিহু নৃত্য তথা উৎসবের। গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে রাজ্য সরকারের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত এই বিহু নৃত্যে অংশ নেন ১১ হাজার ৩০৪ জন নৃত্যশিল্পী এবং ৩০০০ বাদ্যশিল্পী "ঢুলিয়া"। এই মেগা ইভেন্ট চাক্ষুষ পর্যবেক্ষণ করতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সদর দপ্তর লন্ডন থেকে এসেছিলেন সদস্যরা।
একসঙ্গে এক প্রাঙ্গণে এত হাজার মানুষ এর আগে কখনও বিহু নৃত্যের আয়োজন হয়নি। সে কারণেই নজির গড়ল এই অনুষ্ঠান। একই মাঠে একসঙ্গে তিন হাজার ঢুলিয়ার ঢাক বাজানোও একটি বিশ্বরেকর্ড গড়েছে। অর্থাৎ একই সঙ্গে সৃষ্টি হয় দুটি বিশ্ব রেকর্ড-এর। চৈত্র সংক্রান্তির দিন থেকে অসমে শুরু হয়েছে রঙ্গালি বিহু। তার অংশ হিসাবেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ইভেন্ট-এর অন্যতম কান্ডারি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। পরদিন শুক্রবার প্রধানমন্ত্রীর উৎসাহে একইভাবে আয়োজিত হয় এই বিহু নৃত্যের এবং বাদ্যের। সঙ্গে ছিল লেজার লাইটের চোখ ধাঁধানো অনুষ্ঠান।