তরুণীকে পিছন থেকে জড়িয়ে ধরে রয়েছেন তাঁর মধ্যবয়স্কা মা। পুরনো দিনের সেপিয়া ফ্রেমে ধরা হয়েছে দুই প্রজন্মের ছবি। মাস কয়েক আগের কথা। সোনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস প্রতিযোগিতায় এই ছবিটি জমা দিয়েছিলেন জার্মান আলোকচিত্রী বোরিস এলডাগসেন। সম্প্রতি এই ছবিই জিতে নেয় সংশ্লিষ্ট প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কারের তকমা। তবে এই ছবির জন্য পুরস্কার নিয়ে অস্বীকার করেন শিল্পী স্বয়ং। জানান, এই ছবি নাকি আদৌ তাঁরা তোলা নয়। তবে কে তুলেছে এই ছবি? না, কোনো মানুষ নয়। এই ছবিটির স্রষ্টা আসলে 'এনগ্যাজেট' নামের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের তোলা ছবি ও এআই-এর বানানো ছবির মধ্যে বিচারকরা তফাৎ খুঁজে বার করতে পারেন কিনা, তা পরীক্ষা করতেই এই ছবিটি প্রতিযোগিতায় জমা দিয়েছিলেন তিনি। বোরিসের অভিমত, এআই এবং ফটোগ্রাফি এক বিষয় নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যে মানুষের সৃজন-ক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে তারই প্রত্যক্ষ প্রমাণ এই ঘটনা। পরবর্তীতে ফটোগ্রাফি প্রতিযোগিতায় এ-ধরনের ছবি জমা পড়লে, তা চিহ্নিতকরণের জন্য যেন বিশেষ ব্যবস্থা নেন বিচারকরা, সেই আবেদনই করছেন জার্মান শিল্পী।
Tags:
News