|
হনুমান জয়ন্তীতে প্রকাশ্যে এল 'আদিপুরুষ'-এর নতুন পোস্টার রামনবমীতে
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

হনুমান জয়ন্তীতে প্রকাশ্যে এল 'আদিপুরুষ'-এর নতুন পোস্টার রামনবমীতে

 


বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষ্যে 'আদিপুরুষ'-এর নির্মাতারা প্রকাশ্য়ে আনলেন নতুন পোস্টার। যেখানে দেবদত্ত নাগকে দেখা যাচ্ছে হনুমানের ভূমিকায়। এর আগে রামনবমীতে মুক্তি পেযেছিল আদিপুরুষ (Adipurush)-এর প্রথম পোস্টার। ওম রাউত (Om Raut) পরিচালিত এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন প্রভাস (Prabhas), কৃতি শ্যানন (Kriti Shanon), সেফ আলি খান (Saif Ali Khan), সানি সিংহ (Shani Singh) ও দেবদত্তা নেগি (Devdatta Nage)। তবে নতুন পোস্টার মুক্তি পাওয়ার পরই প্রকাশ্যে এসেছিল মুক্তির তারিখও। ১৬ জুন বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।

 সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে প্রভাস লিখেছেন, 'রামের ভক্ত আর রামকথার প্রাণ... জয় পবনপুত্র হনুমান।' এর আগে একাধিকবার 'আদিপুরুষ'-এর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েও তা পিছিয়ে গিয়েছে। বিতর্কে জড়িয়েছে এই ছবি।

এর আগেই এই ছবির চরিত্রের পোশাক থেকে তাদের সংলাপ, অভিযোগ একাধিক ক্ষেত্রে। বিশেষত রাবণের চরিত্রে সইফ আলি খানের ‘লুক’ নিয়েও যথেষ্ট বিতর্ক হয়। সোশ্যাল মিডিয়াতেই ট্রোলিংয়ের ছড়াছড়ি। সঙ্গে এও অভিযোগ করা হয়, সেন্সর বোর্ডের শংসাপত্র ছাড়াই মুক্তি পেয়েছে ছবির, যা নিয়মের বিরুদ্ধ। এই মর্মেই অভিযোগ দায়ের করে রুজু হয়েছিল জনস্বার্থ মামলা।

এই ছবি প্রথমে ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেলার মুক্তির পরে চূড়ান্ত সমালোচনার স্বীকার হয় এই ছবির গ্রাফিক্স । এরপরে গ্রাফিক্স নিয়ে করার জন্যই ছবি মুক্তির দিন পিছিয়ে দেয় নির্মাতারা। এর আগেই এই ছবির চরিত্রের পোশাক থেকে তাদের সংলাপ, অভিযোগ একাধিক ক্ষেত্রে। বিশেষত রাবণের চরিত্রে সইফ আলি খানের ‘লুক’ নিয়েও যথেষ্ট বিতর্ক হয়। সোশ্যাল মিডিয়াতেই ট্রোলিংয়ের ছড়াছড়ি। সঙ্গে এও অভিযোগ করা হয়, সেন্সর বোর্ডের শংসাপত্র ছাড়াই মুক্তি পেয়েছে ছবির, যা নিয়মের বিরুদ্ধ। এই মর্মেই অভিযোগ দায়ের করে রুজু হয়েছিল জনস্বার্থ মামলা। এবার এই ছবি মুক্তি পাওয়ার কথা ১৬ জুন। এই ছবির গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে গল্প বলার ধাঁচ সবই তাক লাগিয়ে দেবে বলে আশা নির্মাতাদের। 

এই ছবিতে রাঘবের ভূমিকায় অভিনয় করবেন প্রভাস, জানকীর ভূমিকায় থাকছেন কৃতি। লঙ্কেশের ভূমিকায় দেখা যাবে সেফ আলি খানকে।

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।