|
মাত্র 35 পয়সায় রেল ট্রাভেল ইনস্যুরেন্স। করমণ্ডলের ভয়াবহ দৃশ্য দেখার পর এটা আরো বেশী জরুরি মনে হচ্ছে।
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

মাত্র 35 পয়সায় রেল ট্রাভেল ইনস্যুরেন্স। করমণ্ডলের ভয়াবহ দৃশ্য দেখার পর এটা আরো বেশী জরুরি মনে হচ্ছে।

মাত্র 35 পয়সায় রেল ট্রাভেল ইনস্যুরেন্স। করমণ্ডলের ভয়াবহ দৃশ্য দেখার পর এটা আরো বেশী জরুরি মনে হচ্ছে।
পরের বার  থেকে ট্রেনের টিকিট কাটলে অবশ্যই এটা নেবেন। আমি নিয়ে থাকি, যদিও নমিনি অ্যাড করার সময় গাফিলতি করে ফেলি। নমিনি অ্যাড করে অ্যাকটিভ করতেই হবে, নাহলে এটা নেওয়া বেকার। কিভাবে অ্যাক্টিভেট করবেন,কিভাবে ক্লেইম করতে হবে রইল 
IRCTC তে টিকিট কাটার সময় 35 পয়সা তে যে ইন্সুরেন্স টা দেওয়া হয় সেটার ব্যাপারে।

আপনি যদি ইন্সুরেন্স টা নেন, তাহলে আপনার ইমেইল এ একটা মেইল আসবে ইন্সুরেন্স কোম্পানির থেকে আর সেখানে আপনার প্রথম কাজ হলো নমিনেশন আপডেট করার লিংকে ক্লিক করে নমিনি অ্যাড করা। চেষ্টা করবেন এমন কাও কে নমিনি করতে যিনি আপনার সাথে ট্রাভেল করছেন না।

Policy wordings এ ক্লিক করলে আপনাকে আপনার PNR আর মোবাইল নম্বর দিয়ে login করতে বলবে, সেটা করলে আপনি আপনার ডিটেইল পলিসি পেয়ে যাবেন, যাত্রার আগে সেটা আপনার ফ্যামিলি কে বা আপনার নমিনি কে দিয়ে যাবেন। পলিসি তে নিম্নলিখিত দুর্ঘটনা গুলো কভার হয়
Death: 10 Lakh
Total permanent disability: 10 Lakh
Partial permanent disability: Upto 7.5 Lakh
Hospitalization Expenses: Upto 2 Lakh
Transport of mortal remains: 10000

দুর্ঘটনা হবার 4 মাসের মধ্যে claim intimate করতে হবে। দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি injured/disabled হন, এবং সেই কারণে নেক্সট 12 মাসের মধ্যে মারা যান, তাহলে তাঁর ফ্যামিলি death claim করতে পারবেন। Disability বাবদ দেওয়া টাকা death claim এর সাথে অ্যাডজাস্ট করে নেওয়া হবে।

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।