ইদানিং অনেকেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন। আপনাদের অবশ্যই জানা দরকার........
রান্নার জন্যে আমাদের ঘরে যে LPG Gas থাকে আপনি কী জানেন তাতে সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা থাকে!
সিলিন্ডারে A B C D লেখা থাকে আর তার সাথে থাকে দুটি করে নম্বর।
এখানে A বলতে January, February, March মাসকে বোঝায়। B বলতে April, May, June; C বলতে July, August, September; আর D বলতে October, November, December -কে বোঝায়। বাকি দুই নম্বর সালকে বোঝায়।
উদাহরণস্বরূপ ছবিটা দেখুন। এখানে B. 13 লেখা আছে। এর মানে এই সিলিন্ডারের এক্সপায়ার ডেট 2013 সালের June মাসে শেষ হচ্ছে। এই ডেটের পর থেকেই সিলিন্ডারে লিকেজ এবং অন্যান্য দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে, তাই সময় থাকতে সচেতন হন। এর পর থেকে যখন কোনো নতুন সিলিন্ডার নেবেন আগে এক্সপায়ার ডেটটা দেখে নেবেন।
Tags:
Life Style