|
25-এ পা দিল গুগল, সিলভার জুবিলির অভিনব সেলিব্রেশন ডুডলের
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

25-এ পা দিল গুগল, সিলভার জুবিলির অভিনব সেলিব্রেশন ডুডলের


যাকে ছাড়া অচল ডিজিটাল দুনিয়া, যেখানে সার্চ না করলে প্রশ্নের উত্তর অজানা থেকে যায় তার আজ জন্মদিন। 25-এ পা দিল গুগল। নানা চড়াই উতরাই পেরিয়ে বড় মাইলস্টোনে পা রাখল এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় টেক কোম্পানি গুগল।

কী ভাবে শুরু হল গুগল?

1995 সালে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ল্যারি পেজ এবং সার্গি ব্রিনের হাত ধরে শুরু হয় গুগল। তাঁরা একটি রিসার্চ প্রোজেক্ট শুরু করেন। তবে এই দু’জন ছাড়াও আরও একজন ছিলেন যিনি গুগল গড়ে তোলার পিছনে অন্যতম কারিগর হিসাবে বিবেচিত হন। ইনি হলেন স্কট হাসান। যিনি গুগল সার্চ ইঞ্জিনের প্রোগ্রামার ছিলেন। তবে গুগল কোম্পানি হিসাবে প্রতিষ্ঠা হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। যদিও হাল ছাড়েননি ল্যারি পেজ এবং সার্গি ব্রিন। ধীরে ধীরে ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের যাত্রা শুরু হয়, তৈরি হয় লিঙ্ক স্ট্রাকচার।

1998 সালে ক্যালিফোর্নিয়া মেনলো পার্কের একটি গ্যারাজে জন্ম নেয় গুগল। ওই বছরেই 60 মিলিয়ন পেজ তৈরি হয় (ইনডেক্স হয়) গুগলে। সংস্থার জন্মদিন প্রথম 7 বছর 4 সেপ্টেম্বর তারিখে উদযাপন হলেও তারপর সেই তারিখ বদলে 27 সেপ্টেম্বর করা হয়।

গুগলের 25 তম জন্মদিন

এদিন 25 বর্ষপূর্তি উপলক্ষে গুগল তাদের ব্লগে জানায়, “আজ ডুডল গুগলের 25 তম বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে। 1998 সাল থেকে অনেক পরিবর্তন হয়েছে। এমনকি আজ যে ডুডল দেখছেন তার লোগোও বদলেছে। কিন্তু লক্ষ্য একই রয়ে গেছে।”

গুগল বলে, “আমাদের লক্ষ্য বিশ্বের তথ্য সংগঠিত করা এবং সেটি সার্বজনীন ভাবে উপযোগী করে তোলা। বিগত 25 বছর ধরে আমাদের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আপানাদের ধন্যবাদ। ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যায় তা দেখার অপেক্ষায় রয়েছি।”


বর্তমানে গুগলের সিইও রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই। 25 বছর উপলক্ষে গুগলের লোগোতেও চমক দেখতে পারবেন। সাধারণত গুগল ডুডলের লোগোতে ইংরাজিতে ‘GOOGLE’ লেখা থাকে। কিন্তু সিলভার জুবিলি উপলক্ষে ডুডলের লোগো করা হয়েছে ‘G25gle’। যা কোম্পানির 25 তম বর্ষপূর্তি প্রতিফলিত করে।

কী ভাবে জন্ম নিল গুগল ডুডল?

অনেকের মনে প্রশ্ন উঠতে পারে গুগল শব্দটি ঠিক আছে। কিন্তু তার সঙ্গে ডুডল শব্দটি কেন যোগ হল? এই শব্দের মাহাত্ম্য কী? গুগলের তথ্য অনুযায়ী, ডুডল হল মজাদার এবং চমকপ্রদ একটি প্রোগ্রাম যার মাধ্যমে বিভিন্ন ছুটির দিন, বার্ষিকী, বিখ্যাত শিল্পী এবং বিজ্ঞানীদের জীবন উদযাপন করার জন্য গুগলে লোগো পরিবর্তন করা হয়। 1998 সালে প্রথম গুগল ডুডল প্রকাশ করা হয়েছিল। এটি ছিল নেভাডার ব্ল্যাক রক সিটিতে দীর্ঘদিন ধরে চলা বার্নিং ম্যান ইভেন্ট।

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।