|
৭ হাজার রাখি পরে রেকর্ড খান স্যারের!
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

৭ হাজার রাখি পরে রেকর্ড খান স্যারের!


রাখিতে রেকর্ড গড়লেন খান স‍্যার। শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মধ‍্যে বিশেষ জনপ্রিয় খান স‍্যার, যাঁর পুরো নাম ফয়জল খান। নিজের কোচিং সেন্টারের পাশাপাশি অনলাইনে ইউটিউবে এবং অ্যাপের মাধ্যমেও তিনি ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকেন৷


নিজের কোচিং সেন্টারে রাখি বন্ধন উ‍ত্‍সবের আয়োজন করেছিলেন এই শিক্ষক। বিহারের পটনায় খান স‍্যারের কোচিং সেন্টারে রাখি বন্ধন উত্‍সবে প্রায় ১০,০০০ পড়ুয়া অংশগ্রহণ করে। প্রিয় স‍্যারের হাতে রাখি বাঁধতে থাকে পড়ুয়ারা। আর এতেই রেকর্ড হয়েছে।

খান স্যারের দাবি তাঁর হাতে ৭০০০ পড়ুয়া রাখি বেঁধেছেন৷ জনপ্রিয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খান স্যার বলেন তিনি বিশ্বরেকর্ড গড়েছেন৷ ৭ হাজার রাখি পরানোর ঘটনা বিশ্বে এর আগে কখনও জানা যায়নি। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই অনুষ্ঠান৷

খান স্যার জানিয়েছেন অনেক পড়ুয়াই নিজের বাড়ি ছেড়ে তাঁর কোচিং সেন্টারে পড়ছেন৷ উৎসবের দিনে যাতে বাড়ির জন্য তাঁদের মন খারাপ না হয়, তাই তিনি কোচিং সেন্টারেই উৎসবের আয়োজন করেন৷ তার ইউটিউব ভিডিওতে, তিনি আরও বলেছিলেন যে, সমস্ত রাখি খুলতে এবং রাখিগুলি গুণে উঠতে তাঁর অন্যের সাহায্যের প্রয়োজন৷

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।