এ যেন খরগোশ আর কচ্ছপ গল্পের সেই কচ্ছপ। ‘স্লো বাট স্টেডি।’ অর্থাৎ, মন্থর পায়ে এগোলেও লক্ষ্যে অবিচল। চন্দ্রযান-৩ এর (Chandrayan 3) রোভার প্রজ্ঞানও যেনও তাই। চাঁদের বুকে নেমেছে, দিন দশেক হল। এর মধ্যেই গুটি গুটিপায়ে হেঁটে ১০০ মিটার ঘুরে ফেলেছে সে। পরিশ্রম তো কম হল না, এবার বিশ্রামের প্রয়োজন। আর তাই ১০০ মিটারের মাইলফলক ছোঁয়ার পরেই নিদ্রা গেল ছোট্ট প্রজ্ঞান (ISRO puts rover Pragyan to sleep)।
কথা ছিল এমনটাই। দিনের আলো থাকতে থাকতেই যা কাজ করার তা সেরে ফেলতে হবে। রাত নামলেই বিশ্রামের পালা। হিসেব মতোই এবার আঁধার ঘনাচ্ছে চাঁদের বুকে। তাই প্রজ্ঞানকে এবার ‘স্লিপ মোড’-এ পাঠিয়ে দিল ইসরো। এপিএক্সএস এবং এলআইবিএস পেলোড দুটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তারা এতদিনে যে সমস্ত তথ্য সংগ্রহ করেছে তা ল্যান্ডার বিক্রম মারফত পৃথিবীতে আনিয়ে নেওয়া হচ্ছে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, প্রজ্ঞানের ব্যাটারি এখন পুরোপুরি চার্জড অবস্থায় রয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর ফের সূর্যোদয় হবে চন্দ্রপৃষ্ঠে। সেই আলো যাতে সঠিকভাবে এসে পড়ে তার জন্য সোলার প্যানেলকেও যথাযথ দিকে মুখ করে সেট করে রাখা হয়েছে। সক্রিয় করে রাখা হয়েছে রিসিভারকেও।