|
রোভার ফুল চার্জ দিয়ে ঘুমোতে গেল, ২২ তারিখ সূর্যোদয়ের সঙ্গে উঠবে! দিনের শেষে ঘুমের দেশে…
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

রোভার ফুল চার্জ দিয়ে ঘুমোতে গেল, ২২ তারিখ সূর্যোদয়ের সঙ্গে উঠবে! দিনের শেষে ঘুমের দেশে…


এ যেন খরগোশ আর কচ্ছপ গল্পের সেই কচ্ছপ। ‘স্লো বাট স্টেডি।’ অর্থাৎ, মন্থর পায়ে এগোলেও লক্ষ্যে অবিচল। চন্দ্রযান-৩ এর (Chandrayan 3) রোভার প্রজ্ঞানও যেনও তাই। চাঁদের বুকে নেমেছে, দিন দশেক হল। এর মধ্যেই গুটি গুটিপায়ে হেঁটে ১০০ মিটার ঘুরে ফেলেছে সে। পরিশ্রম তো কম হল না, এবার বিশ্রামের প্রয়োজন। আর তাই ১০০ মিটারের মাইলফলক ছোঁয়ার পরেই নিদ্রা গেল ছোট্ট প্রজ্ঞান (ISRO puts rover Pragyan to sleep)।

কথা ছিল এমনটাই। দিনের আলো থাকতে থাকতেই যা কাজ করার তা সেরে ফেলতে হবে। রাত নামলেই বিশ্রামের পালা। হিসেব মতোই এবার আঁধার ঘনাচ্ছে চাঁদের বুকে। তাই প্রজ্ঞানকে এবার ‘স্লিপ মোড’-এ পাঠিয়ে দিল ইসরো। এপিএক্সএস এবং এলআইবিএস পেলোড দুটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তারা এতদিনে যে সমস্ত তথ্য সংগ্রহ করেছে তা ল্যান্ডার বিক্রম মারফত পৃথিবীতে আনিয়ে নেওয়া হচ্ছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, প্রজ্ঞানের ব্যাটারি এখন পুরোপুরি চার্জড অবস্থায় রয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর ফের সূর্যোদয় হবে চন্দ্রপৃষ্ঠে। সেই আলো যাতে সঠিকভাবে এসে পড়ে তার জন্য সোলার প্যানেলকেও যথাযথ দিকে মুখ করে সেট করে রাখা হয়েছে। সক্রিয় করে রাখা হয়েছে রিসিভারকেও।

ইসরোর তরফে টুইট করে এই খবর দিয়ে জানানো হয়েছে, পরের ধাপের কাজের জন্য প্রজ্ঞানের ঘুম ঠিক সময়েই ভাঙবে বলে আশাবাদী তাঁরা। কিন্তু যদি তা না হয় তাহলে ভারতের চন্দ্রদূত হয়ে অনন্তকালের জন্য চাঁদের বুকেই রয়ে যেতে হবে তাকে। (ISRO puts rover Pragyan to sleep)



Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।