|
এবার একটু ভালো করে বাঁচার জন্যও কিছু করি!
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

এবার একটু ভালো করে বাঁচার জন্যও কিছু করি!

এবার একটু ভালো করে বাঁচার জন্যও কিছু করি চলুন। যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন, তারা এই বর্ষাকাল আসা অব্দি অপেক্ষা করুন। কারণ বেস্ট সময় বর্ষাকাল, এই সময় লাগালে গাছের Survival Rate ও অনেক বেশি হবে। আপনিও হুজুগে পড়ে গাছ লাগালেন, কিন্তু গাছটাও বাঁচলো না, তাতে লাভ কি!

আর সবরকম গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্তও নয়। এই ধরুন, এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা মাটির গভীরে যায়, তাহলে ওখানে লাগালে হবে না। আবার খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে। সেই জন্য আমাদের একটু বুঝে শুনে গাছ লাগাতে হবে। যাতে গাছটাও বাঁচে, আর যেখানে লাগানো হচ্ছে সেখানেও যেনো কোনো অসুবিধা না হয় ভবিষ্যতে। 

ছোটো একটা লিস্ট দিচ্ছি, যারা গাছ লাগাতে চান তারা চাইলে ফলো করতে পারেন।
আর চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো করে দেখে একটু ভালো কোয়ালিটির চারা নেবেন। যেমন তেমন চারা লাগিয়ে দিলেন পরে সেটা আর বাঁচলোও না সেটাতে উপকারও কিছু হবে না। তাই ভালোমন্দ একটু ভালো করে দেখে চারা কিনবেন, এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি।

• রাস্তার ধার (Roadside):
    1. নিম 
    2. রেইন ট্রি 
    3. জারুল 
    4. কদম
    5. সিলভার ওক 
    6. সোনালি
    7. কৃষ্ণচূড়া
    8. জাকারান্ডা / নীলকন্ঠ
    9. ইউক্যালিপটাস 
    10. শিরীষ

• রাস্তার বিভাজক (Road Divider):
    1. জবা 
    2. কন্টকারি 
    3. রতনগাছ 
    4. ঝাউগাছ   
    5. বোগেনভিলিয়া / কাগজফুল
    6. জাকারন্ডা/ নীলকন্ঠ 
    7. করবী
    8. Plam
    9. Jatropha / দত্তপ্রিয়া
    10. মিলি

• ফুটপাথ (Footpath):
    1. পারুল 
    2. সিঙ্গাপুর চেরি
    3. Plam
    4. দেবদারু
    5. ঝাউ
    7. গুলমোহর
    8. জবা
    9. করবী
    10. Sacred Bamboo

• পরিযান দ্বীপ (Traffic Island) : 
   1. বোগেনভিলিয়া/ কাগজফুল
   2. সাইপ্রাস
   3. জবা
   4. Snake Plant
   5. করবী
   6. Plam
   7. ঝাউ
   8. Switch Grass
   9. Lemon Grass
   10. Spider Plant

• পার্ক (Park):
    1. বটগাছ 
    2. কদম 
    3. চামেলী
    4. কনক চাঁপা 
    5. অশোক 
    6. অশ্বত্থ 
    7. দেবদারু
    8. ঝাউ
    9. সেগুন
    10. নারকেল
    11. অর্জুন
    

• খোলা জায়গা (Open Space): 
    1. মেহগনি 
    2. কৃষ্ণচূড়া 
    3. শিমুল 
    4. অর্জুন গাছ 
    5. বট
    6. অশ্বত্থ 
    7. শাল 
    8.গুলমোহর 
    9. পলাশ
    10. শিরীষ
    11. সেগুন

• শিক্ষা প্রতিষ্ঠান (Institutional Areas): 
    1. আম 
    2. কাঁঠাল 
    3. জামরুল 
    4. বেল 
    5. পাকুড় 
    6. মেহগনি 
    7. আকাশমণি 
    8. রাবার
    9. সেগুন
    10. ডালিম

• বাড়ির উঠোন (Homestead): 

   ফলের গাছ হলে,
    1. আম 
    2. কাঁঠাল 
    3. লিচু 
    4. পেয়ারা 
    5. নারকেল 
    6. কলা গাছ 
    7. পেঁপে
    8. জামরুল 
    9. কামরাঙ্গা 
    10. বেল 

• ছাদে এবং রুমের ভেতর (Rooftops and Indoors ):

[ লিস্টেবেশ কিছু গাছ আছে, যেগুলো ঘরে Air Purify করতে সাহায্য করে ]

    1. তুলসী
    2. Duranta /কাটা মেহেদী (Skyflower)
    3. Aelovera
    4. বোগেনভিলিয়া
    5. জবা
    6. Aglaonema
    7. Snake Plant
    8. Spider Plant
    9. Peace Lily
    10. Monstera

কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন। তবে অবশ্যই গাছ লাগিয়ে না লেগে যাওয়া পর্যন্ত খেয়ালটুকু রাখবেন। এমন না হয় আপনি গাছ লাগিয়ে চলে এলেন আর দেখলেনও না, আর গাছটাও মরে গেলো, তাতে ক্ষতিই বেশি। 
লিস্টে দেওয়া এই সকল গাছের চারা ১০-৫০ টাকার মধ্যে। নিজেদের প্রতিদিনের খরচাপাতি থেকে কিছুটা বাঁচিয়ে নিজেদেরই ভালো থাকার কাজে লাগাই। চলুন না আমরা সবাই অন্তত ৫-১০ টি গাছ লাগানোর প্রস্তুতি নি। 
হ্যাঁ, অবশ্যই এতে হয়তো এক্ষুণি সব হয়ে যাবে না, দাবদাহ কমে গিয়ে প্রকৃতি আবার আগের মতো সতেজ সহজ হয়ে যাবে না। তার জন্য আরো অনেক কাজ বাকি থেকে যায়। কিন্তু শুরুটা তো কোনো জাউগা থেকে তো করতে হবে। আর সেটা আমরাই পারি। বিন্দু বিন্দুতেই সিন্ধু গড়ে ওঠে ধীরে ধীরে। 
তাহলে যদি ভবিষ্যত প্রজন্ম একটু স্বস্তিতে বাঁচে। এটুকুতেও যদি প্রকৃতির এই দাবদাহ একটু কমে। যাতে সবাই ভালো থাকি আমরা। আসুন সবাই মিলে একটু পরিবেশকেও বাঁচতে সাহায্য করি যাতে ভবিষ্যতে পরিবেশও আমাদেরকে বাঁচতে সাহায্য করে। 

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।