অনেকেই জানেন যে হনুমান চালীসাতে একটি লাইনে বলা আছে - "যুগ সহস্র যোজন পর ভানু। লীল্যো তাই মধুর ফল জানু"। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু রয়েছে সেই লাইনটির সম্পূর্ণ অর্থ বিস্তৃতি আকারে জেনে নিন।
১ যুগ = ১২০০০ বছর। ১ সহস্র = ১০০০। ১ যোজন = ৮ মাইল। যুগ X সহস্র X যোজন = এক ভানু। ১২০০০ X ১০০০ × ৮ মাইল = ১৬০০০০০০ মাইল। ১ মাইল = ১.৬ কিমি। অর্থাৎ ৯৬০০০০০০ মাইল = ৯৬০০০০০০ X ১.৬ কিমি = ১৫৩৬০০০০০০ কিমি। যা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব।
নাসা (NASA) বলেছে এটাই পৃথিবী থেকে সূর্যের প্রকৃত দূরত্ব। যা প্রমাণ করে ভগবান বীর হনুমান ছোটবেলায় লাফ দিয়েছিল সূর্যকে মধুর ফল ভেবে খাবার জন্য। এটা আশ্চর্যজনক ভাবে অর্থবহ এবং এটা বর্তমান যুগেও সত্য!!