|
ইউটিএস অ্যাপে ২০ কিমি-র গণ্ডি উঠল
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

ইউটিএস অ্যাপে ২০ কিমি-র গণ্ডি উঠল

মোবাইল ফোনে ডাউনলোড করা ভারতীয় রেলের আনরিজার্ভড টিকেটিং সিস্টেম (ইউটিআই) 'অ্যাপে বড় রকমের পরিবর্তন আনল পূর্ব রেল। এত দিন নিয়ম ছিল, কোনও যাত্রী যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন, তার ২০ কিলোমিটার পরিধির মধ্যে এসে তবেই অ্যাপ থেকে টিকিট কাটা যাবে। ওই ২০ কিলোমিটারের গণ্ডিই ছিল ইউটিএস অ্যাপের অন্যতম শর্ত। এ বার সেই নিয়মেই বদল এলো। বৃহস্পতিবার পূর্ব রেল জানিয়েছে, এ বার থেকে যাত্রীরা যে কোনও জায়গা থেকে যে কোনও স্টেশনের টিকিট কাটতে পারবেন। আর তাঁদের ২০ কিলোমিটারের মধ্যে এসে টিকিট হবে না। তবে যাত্রীদের মনে রাখতে হবে, টিকিট কাটার এক ঘণ্টার মধ্যে ট্রেনে চাপতে হবে।

স্টেশনে ঢোকার সময়ে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতে দেখে অনেকেই ট্রেন মিস হওয়ার ভয়ে টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েন। পরে ধরা পড়ে তাঁদের মোটা টাকা জরিমানা দিতে হয়। ইউটিএস অ্যাপ এই বিড়ম্বনা থেকে মুক্তি দিয়েছে বহু যাত্রীকে। এই অ্যাপের সাহায্যে অনলাইনে টিকিট কাটা বাড়লে কাগজের ব্যবহার অনেকটাই কমবে বলে অনুমান ভারতীয় রেলের। একই সঙ্গে ডিজিটাল পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পরিবেশরক্ষা-এই দুই উদ্দেশ্য পূরণে গত কয়েক বছর ধরেই ইউটিএস অ্যাপের ব্যবহার বাড়াতে জোর দিয়ে আসছে ভারতীয় রেল। যাতে অ্যাপের ব্যবহার আরও বাড়ে, সে জন্যই ২০ কিলোমিটারের গণ্ডি তুলে দেওয়া হলো। তবে অন্য কয়েকটি নিয়ম বহাল থাকছে। কোনও যাত্রী প্ল্যাটফর্মে থাকলে বা ট্রেনে ভ্রমণ করার সময়ে এই অ্যাপ ব্যবহার করে অনলাইনে টিকিট কাটতে পারবেন না।

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।