|
আপনার ট্রেনের টিকিটেই লুকিয়ে থাকে একাধিক তথ্য, গন্তব্য থেকে ট্রেনের যাত্রাপথ সবকিছুই জানা যায় এই টিকিট থেকে ।
বিজ্ঞাপন যেকোনো প্রকার গাড়ীর ইন্সুরেন্স এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা : SHUBHIT COMMUNICATION পুরাতন শিব থলি রোড, কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা WHATSAPP - 9774830971 এই নাম্বারে।

আপনার ট্রেনের টিকিটেই লুকিয়ে থাকে একাধিক তথ্য, গন্তব্য থেকে ট্রেনের যাত্রাপথ সবকিছুই জানা যায় এই টিকিট থেকে ।

আপনার ট্রেনের টিকিটেই লুকিয়ে থাকে একাধিক তথ্য, গন্তব্য থেকে ট্রেনের যাত্রাপথ সবকিছুই জানা যায় এই টিকিট থেকে ।

এই টিকিটের নম্বরগুলো অনেক কিছুই বুঝিয়ে দেয় আপনার যাত্রার ব্যাপারে ।

ট্রেন ভ্রমণ ভারতে খুবই সুবিধাজনক এবং সস্তা বলে মনে করা হয় । আজও, দেশের সিংহভাগ মানুষ দীর্ঘ ভ্রমণের জন্য ট্রেনে যাত্রা পছন্দ করে । প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে । আপনি নিশ্চয়ই ট্রেনে ভ্রমণের জন্য হাজার বার রিজার্ভেশন করেছেন, কিন্তু আপনি কি রেলের টিকিটে লেখা পাঁচ অঙ্কের ট্রেন নম্বর দেখেছেন, আপনি কি এর অর্থ জানেন ? এটি আপনাকে ট্রেনের অবস্থান, ট্রেনের বিভাগ, সবকিছুই জানিয়ে দেয় । আপনি টিকিটে লেখা নম্বর থেকে এই সমস্ত তথ্য পেয়ে যাবেন ।

সাধারণত মানুষ টিকিটে লেখা এই নম্বরগুলোর মানে বিশেষ জানেন না । টিকিটে উপস্থিত এই নম্বরটি আপনাকে অনেক তথ্য দেয় । এই নম্বরটি আপনাকে বলে যে, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথা থেকে আসছেন । শুধু তাই নয়, এটাও বলে দেয় আপনি কোন ট্রেনে বসে আছেন । চলুন আপনাদের জানিয়ে রাখি, কেন এই ৫ ডিজিটের সংখ্যাটি এতটা বিশেষ ।

ট্রেনের টিকিটে 0 থেকে 9 পর্যন্ত নম্বরগুলি বেশ বড় প্রভাব ফেলে । এই সমস্ত সংখ্যার বিভিন্ন অর্থ রয়েছে । টিকিটের প্রথমে 0 নম্বর, মানে সেটি স্পেশাল ট্রেন । এই ট্রেনটি হলিডে স্পেশাল, গ্রীষ্মকালীন স্পেশাল বা অন্য স্পেশাল ট্রেন হতে পারে । আপনার টিকিটের প্রথম নম্বরটি যদি 1 বা 2 হয়, তাহলে এর মানে হল ট্রেনটি অনেক দূরে যাত্রা করে । তার পাশাপাশি, এটি রাজধানী, জন সাধারন, শতাব্দী, যোগাযোগ ক্রান্তি, দুরন্ত, গরীব রথ ইত্যাদির মতো একটি বিশেষ শ্রেণীর ট্রেন ।

অন্যদিকে, টিকিটের প্রথম অঙ্কটি যদি 3 হয়, তবে এটি কলকাতা শহরতলির ট্রেন । প্রথম অঙ্কটি 4 হলে এটি মেট্রো শহর নয়াদিল্লি, সেকেন্দ্রাবাদ বা চেন্নাই ইত্যাদির একটি শহুরে ট্রেন হতে পারে । 5 নম্বর নির্দেশ করে যে, আপনার ট্রেন একটি যাত্রীবাহী ট্রেন । 6 মানে সেটি মেমু ট্রেন, আর 7 মানে ডেমু ট্রেন । 8 নম্বরটি শুধুমাত্র সংরক্ষিত ট্রেনের জন্য । আর সব শেষে 9 নম্বরটি একেবারে প্রথমে থাকলে বোঝা যায়, যে ট্রেনটি মুম্বাই সাব আরবান ট্রেন ।

দ্বিতীয় এবং পরবর্তী সংখ্যাগুলিও অনেক কিছু বলে ট্রেনের ব্যাপারে । যদি একটি ট্রেনের প্রথম সংখ্যাটি 0, 1 বা 2 দিয়ে শুরু হয়, তাহলে বাকি ৪টি সংখ্যা রেলের জোন এবং বিভাগ সম্পর্কে বলে । আসুন জেনে নেই সেই সংখ্যাগুলি ।

দ্বিতীয় সংখ্যাটি 0 থাকলে সেটা সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে, পশ্চিম সেন্ট্রাল রেলওয়ের ট্রেন ।
2 থাকলে সেটা সুপারফাস্ট, শতাব্দী, জনশতাব্দী ট্রেন ।
3 থাকলে সেটা পূর্ব ও পূর্ব মধ্য রেলওয়ে ।
4 থাকলে সেটা উত্তর, উত্তর পশ্চিম এবং উত্তর মধ্য রেলওয়ে ।
5 থাকলে সেটা জাতীয় পূর্ব ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ।
6 থাকলে সেটা দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম রেলওয়ে ।
7 থাকলে সেটা দক্ষিণ মধ্য এবং দক্ষিণ পশ্চিম রেলওয়ে ।
8 থাকলে সেটা সাউদার্ন ইস্টার্ন এবং ইস্ট কোস্ট রেলওয়ে ।
9 থাকলে সেটা উত্তর পশ্চিম, পশ্চিম এবং পশ্চিম মধ্য রেলওয়ে ।

Post a Comment

THANKS FOR YOUR FEEDBACK

Previous Post Next Post
প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ যদি জানতে হয় তাহলে ফলো করুন আজকের আপডেটস হোয়াটসঅ্যাপ চ্যানেল।